মেধা যাচাইয়ে বঞ্চিত করা হলে কঠোর আন্দোলনের হুমকি
এ.এইচ.এম শামিম রহমান জন, পাংশা (রাজবাড়ী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:১১ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ গেইটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খন্দকার রফিক-উদ-দৌলা বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাফর আলী মিয়া, ক্যামব্রিয়ান স্কুলের অধ্যক্ষ প্রদীপ কুমার দে, অক্সফোর্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মনজুরুল হক, রাজধরপুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কেরামত আলী সুমন, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মাকসুদুর রহমান রনি, অনির্বাণ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জাহাঙ্গির আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও সমমানের বিদ্যালয়ে বিপুল সংখ্যাক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার প্রজ্ঞাপনটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।

তারা আরও বলেন, দেশের প্রাথমিকের শিক্ষার্থীদের বড় একটি অংশ কিন্ডারগার্টেনে অধ্যয়নরত। মেধা যাচাইয়ে তাদের বঞ্চিত করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে বক্তারা আরো বলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা একটি দেশের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সুকৌশলে ধ্বংস করার চক্রান্ত করছেন। আমরা আজকের এই আন্দোলন থেকে তার পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সরকারি অফিস ঘেরাও করা হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। স্মারকলিপির অনুলিপি উপজেলা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেন তারা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎
বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft