প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:১১ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ গেইটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খন্দকার রফিক-উদ-দৌলা বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাফর আলী মিয়া, ক্যামব্রিয়ান স্কুলের অধ্যক্ষ প্রদীপ কুমার দে, অক্সফোর্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মনজুরুল হক, রাজধরপুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কেরামত আলী সুমন, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মাকসুদুর রহমান রনি, অনির্বাণ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জাহাঙ্গির আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও সমমানের বিদ্যালয়ে বিপুল সংখ্যাক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার প্রজ্ঞাপনটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
তারা আরও বলেন, দেশের প্রাথমিকের শিক্ষার্থীদের বড় একটি অংশ কিন্ডারগার্টেনে অধ্যয়নরত। মেধা যাচাইয়ে তাদের বঞ্চিত করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে বক্তারা আরো বলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা একটি দেশের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সুকৌশলে ধ্বংস করার চক্রান্ত করছেন। আমরা আজকের এই আন্দোলন থেকে তার পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সরকারি অফিস ঘেরাও করা হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। স্মারকলিপির অনুলিপি উপজেলা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেন তারা।
আজকালের খবর/ওআর