ভ্যান চালক হত্যা মামলায় শাশুড়ি-পুত্রবধূ গ্রেপ্তার
এ.এইচ.এম শামিম রহমান জন, পংশা (রাজবাড়ী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম
রাজবাড়ী সদর উপজেলার ভ্যানচালক শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) কে চুরি ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদে পিটিয়ে হত্যা মামলায় শাশুড়ি-পুত্রবধূকে গ্রেপ্তার করেছে ডিবি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)। 

অন্যদিকে, নিহত রুপল শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকাল ৫টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে রুপল শেখকে শাম বিশ্বাসের বাড়ির ভিতর নিয়ে যায়। তার মিথ্যা চুরি ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রুপল শেখকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। মারধরে রুপলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই নিহতের মামা মো. কালাম মোল্যা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ রাতেই ৪জনকে গ্রেপ্তার করে। পরে রুপলের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্ত ভার প্রদানের পর থেকেই অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার শাশুড়ি রাহেলা পারভীন ও তার পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎
বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft