দক্ষিণ এশীয় কৃষি জ্ঞান বিনিময়ে নতুন দিগন্ত
গাকৃবিতে সার্ক কৃষি সেন্টার বুক কর্নার
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:১৯ পিএম
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষি ও প্রযুক্তি বিষয়ক দক্ষিণ এশীয় জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সার্ক এগ্রিকালচার সেন্টার (SAC) বুক কর্নার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সার্ক কৃষি কেন্দ্রের (SAC) পরিচালক ড. মো. হারুনূর রশীদ। ফিতা কেটে শুভ উদ্বোধনের মাধ্যমে নতুন এ জ্ঞান কেন্দ্রের যাত্রা শুরু হয়।

এই বুক কর্নারটি সার্কভুক্ত দেশসমূহ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের কৃষি গবেষণা, নীতিমালা, প্রযুক্তি এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোর সমন্বিত সংগ্রহশালা হিসেবে কাজ করবে। এতে ২৫০টিরও বেশি পিয়ার-রিভিউড জার্নাল, গবেষণা প্রতিবেদন, কৃষি অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, মৎস্য, প্রাণিসম্পদ, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক বই স্থান পেয়েছে। 

উল্লেখযোগ্যভাবে, বইগুলো ইংরেজি ছাড়াও বিভিন্ন স্থানীয় ভাষায় পাওয়া যাবে, যা পাঠকের ভিন্নধর্মী চাহিদা পূরণে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন- সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী, (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর, (ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট) ড. রাজা উল্লাহ খানসহ গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই বুক কর্নার গাকৃবির শিক্ষার্থী ও গবেষকদের জন্য দক্ষিণ এশিয়ার কৃষি ব্যবস্থা, তার পরিবর্তন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জানার দরজা উন্মোচন করেছে। এটি আমাদের কৃষি গবেষণায় আঞ্চলিক নেতৃত্বে পৌঁছাতে সহায়ক হবে।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, দক্ষিণ এশিয়ার কৃষি গবেষণা ও নীতিনির্ধারণকে এক ছাতার নিচে এনে গাকৃবি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগকে সার্ক এগ্রিকালচার সেন্টার সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে।

পরে গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান প্রফেসর ড. মো. ইউনুছ মিঞার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জানান, ভবিষ্যতে এই বুক কর্নারকে একটি আধুনিক ডিজিটাল রিসোর্স সেন্টারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যেখানে অনলাইন অ্যাক্সেসের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর কৃষি জার্নাল ও গবেষণা প্রতিবেদন পাওয়া যাবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বুক কর্নার পরিদর্শন করেন এবং নির্বাচিত কিছু প্রকাশনার প্রশংসা করেন। 

উল্লেখ্য, সার্ক কৃষি কেন্দ্র এখন পর্যন্ত ২৫০টিরও বেশি কৃষি ও গবেষণাভিত্তিক বই প্রকাশ করেছে, যা দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিতরণ অব্যাহত রয়েছে।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎
বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft