মরিচ্যা চেকপোস্টে তিন নারীর দেহ তল্লাশি, মিললো ১ লাখের বেশি ইয়াবা
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৫৪ পিএম
কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৩০ বিজিবি) সদস্যরা। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।

২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে এর তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ দেহ তল্লাশি করে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১১৪,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নারীরা হলেন- সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)। তারা তিনজনই টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক ও আটকদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, আটক নারীরা কেবল বাহক, এর পেছনে রয়েছে শক্তিশালী মাদকচক্র। তারা এই চক্রের গডফাদারদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎
বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft