প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:৪৬ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্ব্বোচ্চ নম্বর পাওয়া পিরোজপুর সদর উপজেলার ৩৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার শেখ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আযিযী, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সাংবাদিক জিয়াউল আহসান, জেলার জামাত ইসলামীর সেক্রেটার মো. জহিরুল হক, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও এনায়েত করিম খান, পুরস্কারপ্রাপ্ত ছাত্রী চন্দ্রিকা মন্ডল, নুসরাত জাহান, ছাত্র শাহরিয়ার শাহনেওয়াজ।
এ সময় বক্তারা বলেন, বরিশাল শিক্ষা বোর্ডে পর পর তিন বছর পিরোজপুর জেলা মেধা তালিকায় প্রথম হয়ে আসছে। সরকারের এ পুরস্কার আগামীতে ছাত্র-ছাত্রীদের এই ধারা অব্যাহত রাখতে আরও উৎসাহিত করবে। তবে বক্তারা আশংকা প্রকাশ করে বলেন সারা দেশের মধ্যে বাল্যবিবাহের হার পিরোজপুরে বেশি। এতে করে অংকুরেই অনেক মেধা ঝরে যাচ্ছে। এই বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসন সহ সমাজের সকলকে একত্রে এগিয়ে আসার অহবান জানান বক্তারা।
উল্লেখ্য, ২০২২-২৩ বর্ষে এইচএসসিতে ১৪ জন, দাখিলএ ৩ জন, এসএসসিতে ১১ জন, ভোকেশনালে ৪ জন এবং আলিম এ ৫ জনকে সর্ব্বোচ্চ নম্বর পাওয়ায় পুরস্কৃত করে শিক্ষা অধিদপ্তর। এইএসসি ও দাখিল উত্তীর্ণদের ২৫ হাজার টাকা-ক্রেস্ট ও সার্টিফিকেট এবং এসএসসি ও আলিম উত্তীর্ণদের ১০ হাজার টাকা-ক্রেস্ট ও সার্টিপিকেট প্রদান করা হয়।
আজকালের খবর/ওআর