পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৫৭ পিএম
আইনজীবী আলিফ হত্যা মামলাসহ ৫ মামলায় জামিন হয়নি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম ৫টি মামলায় জামিন নামঞ্জুর করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিপক্ষ থেকে আইনজীবী আলিফ হত্য মামলাসহ ৫ মামলায় জামিন আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম। চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাশকে আদালতে তোলা হয়। এই দিন চিন্ময়ের সমর্থকরা সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এ ছাড়া আদালত এলাকায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়।

পরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ মোট ৫টি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়।

এই ৫ মামলায় চিন্ময়ের জামিন আবেদন করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎
বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft