ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পদযাত্রা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম
ফেনী শহরে জলাবদ্ধতা ও টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহিপাল পানি উন্নয়ন বোর্ড অভিমুখে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

ফেনীর সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ও ফেনী প্রবাসী উদ্যোগের সার্বিক সহযোগিতায় এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবী পরিবারের সমন্বয়ক ওসমান গনি রাসেল ও নিশাত আদনানের যৌথ পরিচালনায় শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে পদযাত্রাটি মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে অবস্থান করে। এ সময় বিক্ষোভকারীরা আট দফা দাবি তুলে ধরেন।

দফাগুলো হলো—টেকসই ও প্রজন্ম ভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদীশাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন ও ব্যবসা, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগি, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।

পদযাত্রায় অংশগ্রহণকারী পরশুরাম উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন কালবেলাকে বলেন, আমরা আর বন্যার পানিতে মরতে চাই না। আমরা টেকসই বাঁধ চাই। এরই মধ্যে আমাদের হাজার হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে বলব দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করুন এবং সেনাবাহিনীর মাধ্যমে টেকসহ বাঁধ নির্মাণ করুন।

পরশুরামের বল্লামুখার নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন, আমরা আর চিড়া মুড়ি চাই না। আমাদের এগুলোর দরকার নাই। আমরা টেকসই বাঁধ চাই। টেকসই বাঁধ দিয়ে আমাদেরকে বন্যা থেকে বাঁচান। একটু বৃষ্টি হলে বা আকাশ কালো হয়ে মেঘ করলে আমরা আতঙ্কের মধ্যে থাকি কখন বৃষ্টি হয়, কখন আমাদের সবকিছু বানের পানি ভেঙে নিয়ে যায়। দয়া করে আমাদেরকে আর আতঙ্কের মধ্যে রাখবেন না, আমাদের বাঁচান।

পরে ফেনী জেলা প্রশাসকেল ও পানি উন্নয়ন  বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর ওই আট দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
সচিবালয়ে হামলা-ভাঙচুর, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক
অবশেষে অনলাইনে এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত
পীরগাছায় জাল দলিলে অসহায় প্রতিবন্ধীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলা-সারিয়াকান্দিতে ধানের শীষ মানেই আহসানুল তৈয়ব জাকির
দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী গ্রেপ্তার
আজিম উদ্দিন কলেজের অভ্যন্তরে নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা এলিস
দেবীদ্বারের মাহতাবের জ্ঞান ফেরেনি এখনো, শরীরের ৭০ শতাংশ পোড়া
দেবীদ্বারে বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft