প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম

সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৫ লাখ টাকার ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার ভোররাত পর্যন্ত ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালিত হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযানটি চালানো হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬) কে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এরপর, দিবাগত রাত সাড়ে ৩টায় পৃথক আরেকটি অভিযানে দৌলতপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জলা বেগম (৩৭) এবং রুপ মিয়া ওরফে রুইক্কা (৫০) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এই অভিযানেও ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও এএসআই আক্তারুজ্জামান অংশ নেন।
শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘গাঁজার একটি বড় চালান শাল্লায় আসছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। দু’টি পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।’
স্থানীয়দের মতে, শাল্লায় দীর্ঘদিন ধরে মাদক কারবারীরা সক্রিয় থাকলেও এতো বড় চালান একসঙ্গে ধরা পড়া বিরল ঘটনা। পুলিশি তৎপরতায় এলাকায় মাদকের বিরুদ্ধে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
আজকালের খবর/ওআর