বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:০৮ পিএম
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২০ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ঘরের মাঠে হোয়াইটওয়াশের প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ে মাঠে নামবে বাংলাদেশ দল; কিন্তু তার আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ও পরে ঢাকা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ম্যাচের সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, যার ফলে ম্যাচের পরিপূর্ণতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

ম্যাচের সময়কার আবহাওয়া:

তাপমাত্রা: প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, তবে অনূভুত হবে ৩৭ ডিগ্রি।

আর্দ্রতা: ৭৭% যা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আর্দ্র ও অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে।

বাতাসের গতি: দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ কিমি বেগে বইবে, মাঝে মাঝে ১৯ কিমি পর্যন্ত গতি পেতে পারে।

মেঘের আচ্ছাদন: ৯৯% মেঘলা থাকবে আকাশ।

বৃষ্টি: প্রায় ১.৭ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা।

রাত ৮টার দিকে তাপমাত্রা নামবে ৩০ ডিগ্রিতে, কিন্তু রিয়েলফিল থাকবে একই ৩৭ ডিগ্রি। বাতাসের গতি সামান্য বাড়বে, এবং আর্দ্রতা বেড়ে দাঁড়াবে ৭৯ শতাংশে। বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে (প্রায় ০.৩ মিমি), তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে অটুট।

এই সিরিজে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে—২২ ও ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই দলের মোট ২২টি টি-টোয়েন্টি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচে, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার।

পাকিস্তান দল:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করে যদি ম্যাচ মাঠে গড়ায়, তাহলে সমর্থকদের জন্য এক জমজমাট টি-টোয়েন্টি সন্ধ্যা অপেক্ষা করছে। বাংলাদেশ দল প্রতিশোধের খুঁজে থাকবে, আর পাকিস্তান চাইবে আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু
১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আবেদন শুরু
গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন সদস্যই হবে বড় শক্তি: বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী
দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
কুবিতে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের উপর হামলার হুমকি
বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি
হিজড়া সেজে ২৮ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন বাংলাদেশি যুবক
১২ লাখ ৫০ হাজার জীবন বিমা বাতিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft