প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:০০ পিএম

‘সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। তারুণ্য উৎসবের অংশ হিসেবে আজ সোমবার এই কর্মসূচিতে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও পরিবেশবান্ধব উদ্যোগ। গাছ শুধু পরিবেশকে দূষণমুক্ত রাখে না, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশও নিশ্চিত করে।
তিনি আরও বলেন, আমরা যদি সকলে মিলে একসঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহণ করি, তাহলে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবীর বীজ বপন করবে।
অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি, শ্রমিক প্রতিনিধি ছাড়াও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মাঝেও ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ ধরনের সময়োপযোগী উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে না, বরং নতুন প্রজন্মকে পরিবেশ-সচেতন করে গড়ে তোলে বলেও মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
আজকালের খবর/ওআর