বৃক্ষরোপণে তারুণ্যের শপথ
ব্রিতে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণে সবুজ ভবিষ্যতের প্রত্যয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:০০ পিএম
‘সবুজে থাকি, সবুজে বাঁচি, তারণ্যেরই স্বপ্ন বুনি-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। তারুণ্য উৎসবের অংশ হিসেবে আজ সোমবার এই কর্মসূচিতে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও পরিবেশবান্ধব উদ্যোগ। গাছ শুধু পরিবেশকে দূষণমুক্ত রাখে না, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশও নিশ্চিত করে।

তিনি আরও বলেন, আমরা যদি সকলে মিলে একসঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহণ করি, তাহলে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবীর বীজ বপন করবে।

অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি, শ্রমিক প্রতিনিধি ছাড়াও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মাঝেও ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ ধরনের সময়োপযোগী উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে না, বরং নতুন প্রজন্মকে পরিবেশ-সচেতন করে গড়ে তোলে বলেও মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে তিনিও না ফেরার দেশে
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চ্যালেঞ্জে বাংলাদেশ
রাজধানীতে বিমান বিধ্বস্তে নিহত ১, বহু আহত
বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ
উত্তরায় বিমান বিধ্বস্ত: পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft