প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:২০ পিএম

উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আজ সোমবার এক মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। দুর্ঘটনাটি জাতীয়ভাবে শোকের ছায়া ফেলেছে।
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, নিষ্পাপ শিক্ষার্থীদের প্রাণহানির এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। সম্ভাবনাময় তরুণ প্রাণগুলোর অকাল মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহপাঠী ও সংশ্লিষ্টদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ, কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আজকালের খবর/ওআর