জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি
তুষার ইমরান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৪:৪৯ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে রক্তদান, স্বাস্থ্যসেবা এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কর্মসূচির সূচনা হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। পাশাপাশি সারাদিনব্যাপী চলবে ‘বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম।

স্বাস্থ্যসেবামূলক কর্মসূচির আওতায় রয়েছে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ এবং ডায়াবেটিস পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে এই আয়োজনে সহায়তা করছে বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ এবং ‘সন্ধানী-কুমেক ইউনিট’।

একই দিন পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করে পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’ ও ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব’।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘আজকের আয়োজনের মধ্য দিয়ে আমাদের মাসব্যাপী কর্মসূচির সূচনা হলো, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আমরা গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি সেই সকল শহিদের প্রতি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে এই আয়োজন করছে এবং এখানে সবাই দলমত নির্বিশেষে সহযোগিতা করছে—এটা অত্যন্ত প্রশংসনীয়।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘জুলাই যুদ্ধের শহীদ ও আহতদের স্মরণে এবং শহীদ দিবস উপলক্ষে আমরা দু’টি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি- একটি সদকায়ে জারিয়া হিসেবে বৃক্ষরোপণ এবং অন্যটি রক্তদান কর্মসূচি। এই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি, অসুস্থদের জীবনে নতুন আশার আলো পৌঁছে দিতে চাই।’

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, ‘গত বছরের জুলাই আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে, তার মূল চেতনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আমরা চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারিং অনুষদের নিচের ৪-৫ একর ঝোপঝাড় পরিস্কার করে সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ ১০০টি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই ধারাবাহিক কর্মসূচির সূচনা হলো।’

‘বন্ধু’র সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে আমরা আয়োজন করেছি ফ্রি ব্লাড টেস্ট, রক্তদান, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেকআপ। এই কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করে তোলা এবং রক্তের অভাবে কষ্ট পাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্য, মানবতা ও সচেতনতার ভিত্তিতে একটি প্রগতিশীল সমাজ গড়াই আমাদের লক্ষ্য।’

‘সন্ধানী’র প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আবু নাঈম বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে। এই মানবিক সচেতনতা ছড়িয়ে দিতেই আমাদের এই অংশগ্রহণ।’

রোটার‌্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচি একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যম, অন্যদিকে পরিবেশ রক্ষায় এক মহৎ পদক্ষেপ। রোটার‌্যাক্ট ক্লাব সবসময় মানবতার কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগে পাশে থাকবে।’

উল্লেখ্য, সারাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে বুধবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু হাসপাতালে
পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিবাদ বিবৃতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft