প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৫:৩৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এর প্রায় ২২ ঘণ্টা পর রবিবার (১৩ জুলাই) বিকেল ৩ টায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে ফোন হস্তান্তর করতে গেলে দেখা যায় ফোন রিসেট দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী সাংবাদিক ফোন ফেরত না নিয়ে ফের অভিযোগ দেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, ‘আজ রবিবার বিকেল ৩টার দিকে প্রক্টর স্যার আমার ফোন ফিরিয়ে দেয়। প্রক্টর অফিসে আমি ফোন চালু করলে দেখতে পাই- ফোনটি রিসিট/ ফ্লাশ করা হয়েছে। ফোনে কোনো ডকুমেন্টস নাই। সেখানে আমার ও আমার বাবার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিলো। গত ৫ বছরের আমার পারিবারিক ও ক্যাম্পাসে আসার পর সাংবাদিকতার সমস্ত তথ্য সংরক্ষিত ছিলো। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। মোবাইলটি ফেরত না নিয়ে প্রক্টর অফিসে রেখে দিয়েছি।’
এ সময় উপস্থিত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে অর্থনীতি বিভাগের সভাপতিসহ আরও কয়েকজন শিক্ষক এসে মোবাইলটা দিয়ে যায়। আমি গতকাল থেকে মোবাইলটা উদ্ধারের চেষ্টা করেও রেসপন্স পাইনি। ফোন রিসেটের বিষয়ে বিভাগের সভাপতিকে জানানো হয়েছে। সার্বিক বিষয়ে খতিয়ে দেখা হবে।’
আজকালের খবর/ওআর