প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:১৮ পিএম

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের মাটিতে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। অনেক আগেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের কারণে সেটিও আর সম্ভব হয়নি।
সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে এই বিশ্বসেরা অলরাউন্ডার।তবে মাঝে মাঝেই সাকিবের ফেরা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। সম্প্রতি নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সাকিবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচকরা।এবার সাকিব প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
তার ভাষায়,‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। এখন সিদ্ধান্তটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর।’ তিনি আরও যোগ করেন,‘আগে কীভাবে চলত জানি না, তবে এখন বিসিবির বর্তমান সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের হাতে। তারাও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।’
আজকালের খবর/ এমকে