রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরের পর ৫০ বছর বয়সী টেরেন্স আরভেল জ্যাকসন নামের এ ব্যক্তির লাশ তার হোটেলের কক্ষ থেকে উদ্ধারের তথ্য দেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বলেন, ওই ব্যক্তির লাশ ‘ময়নাতদন্ত ছাড়া’ নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
পুলিশ বলছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত ২৯ এপ্রিল উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।
ওসি হাফিজুর বলেন, রবিবার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়। দূতাবাসের তরফে একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন।
পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা ‘বিনা ময়নাতদন্তে’ লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান, যোগ করেন ওসি।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনসহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা গিয়েছিলেন।
আজকালের খবর/ এমকে