নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১:০২ এএম
প্রায় ২ বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও দলে থাকছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। জোরালো সম্ভাবনা তৈরি হলেও চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেলেসাওরা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও এই ম্যাচ দুটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দল। এই দুই ম্যাচের জন্য নেইমারের ফেরা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগেরদিন ইনজুরিতে পড়েন এই তারকা।

নেইমার ব্রাজিলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। সে সময় হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান তিনি। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এই তারকা। সৌদি আরবের আল-হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমার কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ব্রাজিল দলে ফেরা হলো না।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার গত সপ্তাহে একটি হালকা চোট পেয়েছে। আমাদের সামনে দুটি গুরত্বপূর্ণ ম্যাচ। তাই এমন খেলোয়াড়দের দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই। যেন সে জাতীয় দলের জন্য তার সর্বোচ্চটা দিতে পারে।এই স্কোয়াডে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল। এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশ কিছু তারকা ফুটবলার। আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন আনচেলত্তি।

চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:


গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)

আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তিন দিন এগোল রাকসুর ভোট
রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী
আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখে সুনাম কুড়িয়েছে পুলিশ সদস্য রিটন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুরে বিএনপি নেতা আল আমিনের উদ্যোগে গাছের চারা বিতরণ
সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft