সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
রেজাউল ইসলাম টিটু, বরগুনা
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:৩৪ পিএম
বরগুনার সন্তান ঢাকার মিটফোর্ডে চাঁদাবাজির জেরে নির্মমভাবে খুন হওয়া ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নির্মম হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ জুলাই) বেলা এগারোটায় বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে বরগুনার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত খুনিদের আটক করাসহ বিচার সম্পন্ন করার দাবি জানান। এ ছাড়াও রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের সন্ত্রাসী থাকলে তাদেরকে কঠোর হস্তে দমন করার দাবি জানানো হয়েছে। 

গতকাল সোহাগের দাফন সম্পন্ন হয়েছে তার নিজ জেলা বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নানাবাড়িতে। শুক্রবার (১১ জুলাই) সকালে বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানা যায়, সোহাগের দুই সন্তান রয়েছে—মেয়ে সোহানা (১৪) ষষ্ঠ শ্রেণিতে এবং ছেলে সোহান (১১) চতুর্থ শ্রেণিতে পড়ছে। দীর্ঘদিন ধরে ঢাকায় ভাঙ্গারী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সোহাগ। 

শুরুতে অন্যের অধীনে কাজ করলেও গত পাঁচ বছর ধরে তিনি নিজেই ব্যবসা চালিয়ে আসছিলেন।বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের সামনে তাকে রড ও বড় পাথর দিয়ে মাথা ও বুকে আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর হামলাকারীদের উল্লাস এবং মুখে পাথর নিক্ষেপের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগের সঙ্গে স্থানীয় এক যুবদল নেতা মঈনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একসময় সখ্যতা থাকলেও সম্প্রতি মঈন তার ব্যবসার অর্ধেক ভাগ দাবি করলে বিরোধ শুরু হয়। এ বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তাররা বর্তমানে রিমান্ডে রয়েছে।

শতাধিক মানুষের সামনে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে উত্তাল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিহত সোহাগের পরিবার ও বরগুনার সাধারণ মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস
এনসিপি নেতার্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft