ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৪৫ পিএম
মহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকার পর শুক্রবার (১১ জুলাই) থেকে উন্নতি হতে পারে।

বুধবার (৯ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি-ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং ওই অববাহিকায় আগামী একদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানির সমতল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী একদিনে নদীগুলোর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানির সমতল বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পাউবো জানিয়েছে, বর্তমানে মহুরী নদীর পানি বিপদসীমারা ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীতে ১১৯টি স্টেশনের মধ্যে পানির সমতল বেড়েছে ৭৯টিতে, কমেছে ৩১টিতে। এছাড়া অপরিবর্তিত আছে নয়টি স্টেশনের পানির সমতল, আর তথ্য পাওয়া যায়নি একটিতে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার
উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
অবৈধ ট্রলিং বোটসহ নয় জেলে আটক
আপিলে খালাস পেলেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার মোবারক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
যৌথ কৃষি গবেষণায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ আফ্রিকান প্রতিনিধিদলের
পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
মুজিববাদ বিতাড়নের শপথ-গাজীপুরে এনসিপি’র পদযাত্রায় নাহিদ ইসলামের হুঙ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft