প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:২৬ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে গতকাল সোমবার (২৮ জুলাই) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে বতসোয়ানার একটি উচ্চ পর্যায়ের গবেষণা প্রতিনিধি দল। দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার ওই ২৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) উম্পিল জন সেহুরুত্শে।
বিশ্ববিদ্যালয়ের অডিও ভিজ্যুয়াল কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বৈঠকে দুই দেশের কৃষি ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিনিধি দলটির সফর সমন্বয় করেন মাসাম আইএনসি. এর চেয়ারম্যান নাফিস চৌধুরী, মিসেস অনিন্দিতা চৌধুরী ও হাতেম আলী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বতসোয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মাসা রামোরাথুদি, এমএস হিলদাহ মোত্সিপা, বিএএমবি এর সিইও ল্যাম্বানি চার্লস ওবুসেংসহ অন্যান্য উচ্চপদস্থ প্রতিনিধিরা। গাকৃবির পক্ষে উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, ও রেজিস্ট্রার।
আলোচনার শুরুতে গাকৃবির ইতিহাস, ঐতিহ্য ও সাফল্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে উপাচার্য বাংলাদেশের কৃষি খাতে গাকৃবির অবদান তুলে ধরেন এবং গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের যৌথ কাজের উপর আলোকপাত করেন।
বতসোয়ানার প্রতিনিধিদল প্রধান উম্পিল জন সেহুরুত্শে বলেন, বাংলাদেশের কৃষি গবেষণার উন্নতি ও বৈচিত্র্য আমাদের অনুপ্রাণিত করেছে।
আজকালের খবর/ এমকে