পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
এ এইচ এম শামিম রহমান (জন), পাংশা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৫৬ পিএম
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা।

সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান খান এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. কে আজাদ।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শাহেদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, পাংশা শাহজুঁই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, যশাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন খান, সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার, কলিমহর ইউপি চেয়ারম্যান মোছা. বিলকিছ বানু, মাছপাড়া ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোন্তাজ উদ্দিন, পাট্টা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আকিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার মুখ্য সমন্বয়ক মো. হাসিদুল ইসলামসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভায় শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নতুন ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরে বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, শিক্ষার উন্নয়ন, সামাজিক বিরোধসহ সামাজিক নানা সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। 

এছাড়াও, এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধ ও শহরের যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
রাবিপ্রবিতে ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার ও সনদ বাতিল
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, জানালেন ট্রাম্প
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
নাশকতা পরিকল্পনার অভিযোগে ধরণী বাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
১৪ বছর পূর্তিতে গাজীপুর প্রেস ক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের আলোচনাসভা ও বৃক্ষরোপণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft