রাশিয়া উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:৩৭ এএম
রাশিয়ার দূর-পূর্ব কামচাটকা উপদ্বীপের কাছাকাছি ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

এটি ১৯৫২ সালের পর অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের পর কামচাটকার উপকূলীয় এলাকায় ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ভূমিকম্পের কেন্দ্র ছিল কামচাটকার রাজধানী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং ১৮ কিলোমিটার গভীরে।

রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা সতর্ক করেছে, পরবর্তী এক মাস পর্যন্ত ৭ দশমিক ৫ মাত্রা পর্যন্ত শক্তিশালী আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে। ভূমিকম্পের আগেও গত ১০ দিনের মধ্যে কামচাটকায় একাধিক কম্পন রেকর্ড করা হয়।

এদিকে ভূমিকম্পে জাপানের হোক্কাইডো দ্বীপে প্রথম ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে। এনএইচকে জানিয়েছে, পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে।

যুক্তরাষ্ট্র আলাস্কা, হাওয়াই, গুয়াম ও মাইক্রোনেশিয়ার বিভিন্ন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে। পশ্চিম উপকূলজুড়ে রয়েছে সতর্কবার্তা।

হাওয়াইয়ের রাজধানী হনুলুলু ও ওহু দ্বীপের বিভিন্ন অংশে বাসিন্দাদের তাৎক্ষণিক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলেছে, ধ্বংসাত্মক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে, তাই সবাইকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা
পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫
রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ, আরাকান আর্মির বিরুদ্ধে আইসিসিকে তদন্তের আহ্বান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
নাশকতা পরিকল্পনার অভিযোগে ধরণী বাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft