গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১২:২৫ পিএম
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) অন্তর্গত হাড়িনাল এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৩০ জুলাই) সরেজমিনে হাড়িনালের প্রধান সড়কটিতে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
 
হাড়িনাল সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এটি গাজীপুর শহরের সঙ্গে কাপাসিয়া, শ্রীপুরসহ আশেপাশের বিভিন্ন উপজেলার সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় এর বেশিরভাগ অংশই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে চলাচলকারী বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, এই রাস্তায় প্রতিদিনই কেউ না কেউ গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমাদের অনেকে নিজের সন্তানদের স্কুলে পৌঁছে দিতে সাহস পান না। রিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করেন, কারণ তারা জানেন রাস্তার কী অবস্থা।

স্থানীয়দের দাবি, তারা একাধিকবার গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে মৌখিক ও লিখিতভাবে রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন। কিন্তু প্রতিবারই আশ্বাস ছাড়া কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটির করুণ অবস্থা জেনেও কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

সচেতন মহলের মতে, রাস্তার পাশে ড্রেন না থাকার ফলে বৃষ্টির পানি ঠিকভাবে নিষ্কাশন না হয়ে রাস্তায় জমে থাকে। পানি জমে থাকার কারণে রাস্তাটি ধসে গিয়ে গর্ত তৈরি হয়েছে। অপরিকল্পিত নগরায়ন এবং সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে প্রতিবার বর্ষায় সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়।

স্থানীয় সমাজকর্মী রুবিনা বলেন, একটা সময় ছিল যখন এই রাস্তা দিয়ে সহজেই যাতায়াত করা যেত। এখন তো পায়ে হেঁটে চলাও বিপজ্জনক। এটা শুধু অবহেলা নয়, এটা নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল।

স্থানীয় জনগণ জোর দাবি জানিয়েছেন, দ্রুত এই সড়কের সংস্কারকাজ শুরু করতে হবে। পাশাপাশি রাস্তার দুই পাশে সুষ্ঠু ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। না হলে আগামী বর্ষায় অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

তারা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের  নির্বাহী প্রকৌশলী শামসুর  রহমান আজকালের খবরকর বলেন হাড়িনালের  ভাঙ্গাচোরা রাস্তার অংশতে ইটা বালি খোয়া ফালানোর কথা বলা হয়েছে আমি খোঁজ নিয়ে দেখতেছি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। 

এদিকে নগর পরিকল্পনাবিদ মনে করেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের ভাঙাচোরা খানাখন্দ অবস্থা নাগরিক সেবার প্রশ্নে বড় ধরনের ব্যর্থতা নির্দেশ করে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা
পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫
রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ, আরাকান আর্মির বিরুদ্ধে আইসিসিকে তদন্তের আহ্বান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
নাশকতা পরিকল্পনার অভিযোগে ধরণী বাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft