মুজিববাদ বিতাড়নের শপথ-গাজীপুরে এনসিপি’র পদযাত্রায় নাহিদ ইসলামের হুঙ্কার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৩৮ পিএম
দেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো-এমন ঘোষণায় গাজীপুরে আলোড়ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদীদের বিচারের আওতায় আনতেই হবে। লড়াই এখনও শেষ হয়নি, বরং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে চলেছি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে হাজার হাজার তরুণ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।  

দলটির গাজীপুর জেলা ও মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে বৈরী আবহাওয়ার মাঝেও তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এসময় উপস্থিত ছিলেন- এনসিপি নেতা সারজিস আলম, আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে আয়োজিত সমাবেশে  দেশ গড়তে জুলাই পদযাত্রার সভা পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম। 

নাহিদ ইসলাম বলেন, আজও গাজীপুরে সন্ত্রাসীদের টহল চলছে, মহড়ার চেষ্টা চলছে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের থামানো যায়নি, গাজীপুরেও যাবো না। আমরা ইতোমধ্যে দেশের ৬৪টি জেলায় গিয়েছি এবং আরও এগিয়ে যাবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাই পদযাত্রা হচ্ছে বিচারপ্রক্রিয়া সংস্কার। এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি একটি জাতিগত নবজাগরণ। আমরা ১৯৭১-এর অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণই আমাদের লক্ষ্য।

আরো বক্তব্য -অ্যাডভোকেট আলী নাসির খান, মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল্লাহ আল মহিন, আসাদুজ্জামান দিপু, আরমান হোসাইন, সাগর ইসলাম হৃদয়, রাজীব মাহমুদ প্রমুখ। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
রাবিপ্রবিতে ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার ও সনদ বাতিল
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, জানালেন ট্রাম্প
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
নাশকতা পরিকল্পনার অভিযোগে ধরণী বাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
১৪ বছর পূর্তিতে গাজীপুর প্রেস ক্লাবে মাছরাঙ্গা টেলিভিশনের আলোচনাসভা ও বৃক্ষরোপণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft