
দেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো-এমন ঘোষণায় গাজীপুরে আলোড়ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদীদের বিচারের আওতায় আনতেই হবে। লড়াই এখনও শেষ হয়নি, বরং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে চলেছি।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে হাজার হাজার তরুণ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
দলটির গাজীপুর জেলা ও মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে বৈরী আবহাওয়ার মাঝেও তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এসময় উপস্থিত ছিলেন- এনসিপি নেতা সারজিস আলম, আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে আয়োজিত সমাবেশে দেশ গড়তে জুলাই পদযাত্রার সভা পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম।
নাহিদ ইসলাম বলেন, আজও গাজীপুরে সন্ত্রাসীদের টহল চলছে, মহড়ার চেষ্টা চলছে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের থামানো যায়নি, গাজীপুরেও যাবো না। আমরা ইতোমধ্যে দেশের ৬৪টি জেলায় গিয়েছি এবং আরও এগিয়ে যাবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাই পদযাত্রা হচ্ছে বিচারপ্রক্রিয়া সংস্কার। এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি একটি জাতিগত নবজাগরণ। আমরা ১৯৭১-এর অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণই আমাদের লক্ষ্য।
আরো বক্তব্য -অ্যাডভোকেট আলী নাসির খান, মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল্লাহ আল মহিন, আসাদুজ্জামান দিপু, আরমান হোসাইন, সাগর ইসলাম হৃদয়, রাজীব মাহমুদ প্রমুখ।
আজকালের খবর/বিএস