
মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয় এবং প্রেস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৩০ জুলাই) মাছরাঙ্গা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ফারদিন ফেরদৌসের আয়োজনে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাছরাঙ্গা টেলিভিশন দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রচার করে যাচ্ছে। টেলিভিশনটি জাতীয় উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকায় অবিচল রয়েছে।
মাছরাঙ্গা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ফারদিন ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুরের পুলিশ সুপার জাবের সাদেক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অসীম বিভাকর, জেলা প্রশাসনের এডিসি শিক্ষা, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি নাসির আহমেদ, সহ সভাপতি রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, চ্যানেল আই জেলা প্রতিনিধি ফজলুল হক মোড়ল, প্রথম আলো জেলা প্রতিনিধি মাসুদ রানা, সময়ের আলো জেলা প্রতিনিধি মিল্টন খন্দকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বলেন, গণমাধ্যমের শক্তি হচ্ছে জনগণের পক্ষে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া।
জেলা প্রতিনিধি ফারদিন ফেরদৌস বলেন, মাছরাঙ্গা টেলিভিশন সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কাজ করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু উদযাপন নয়, বরং জনগণের পাশে থাকার, অন্যায়ের বিরুদ্ধে কলম চালানোর নতুন শপথ।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও জাতির কল্যাণে আমরা নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতার আদর্শ রক্ষা করব।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়, যা ছিল অনুষ্ঠানের এক আনন্দঘন মুহূর্ত। এরপর গাজীপুর প্রেস ক্লাব চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি, নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিরা।
আজকালের খবর/ওআর