সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় মালামাল জব্দ
এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:১৩ পিএম
সাতক্ষীরায় (৩৩ ব্যাটালিয়ান) বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে ১১৯ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে দশ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯ জুলাই) দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর , চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল জব্দ করেছে। তবে এসময় কাউকে আটক কার যায়নি। 

বিকালে বিজিবির পাঠোনো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা থেকে  ১৯ বোতল ভারতীয় মদ ও  চান্দুরিয়া থেকে  ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এছাড়া পদ্মশাখরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ভোমরা থেকে  ৭০ হাজার  টাকা মূল্যের ভারতীয় ওষুধ, বৈকারী থেকে  ৩৫ হাজার  টাকা মূল্যের ভারতীয় ওষুধ, তলুইগাছা থেকে  ৭০ হাজার  টাকা মূল্যের ভারতীয় ওষুধ,কাকডাঙ্গা থেকে  ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ  ও শাড়ি,মাদরা থেকে  ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, হিজলদী থেকে  ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, সুলতানপুর  থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ,চান্দুরিয়া থেকে  ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামালের মূল্য দশ লাখ সাতাশ হাজার পাঁচশত টাকা।
জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার
উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
অবৈধ ট্রলিং বোটসহ নয় জেলে আটক
আপিলে খালাস পেলেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার মোবারক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গিয়াস কাদেরের পদ স্থগিত
যৌথ কৃষি গবেষণায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ আফ্রিকান প্রতিনিধিদলের
পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি: ফখরুল
মুজিববাদ বিতাড়নের শপথ-গাজীপুরে এনসিপি’র পদযাত্রায় নাহিদ ইসলামের হুঙ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft