প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:৪৩ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন মাঠে সোমবার (২৩ জুন) ১১টায় বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।
খালিয়াজুরী উপজেলার স্কাউট লিডার মো. কবীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র উপজেলার নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার ইউআরসিএ মঞ্জুয়ারা বেগম।
খালিয়াজুরী উপজেলার স্কাউট সম্পাদক ও সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়ের সার্বিক পরিচালনায় বাংলাদেশ স্কাউটের জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়।
জানা যায়, খালিয়াজুরী উপজেলার ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের টিম লিডার ৩০ জন শিক্ষকসহ ১৮০ জন শিক্ষার্থী নিয়ে তীর নিক্ষেপ, টার্গেট তীর, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্যসহ ছয়টি আঙ্গিকে শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্কাউট কোষাধক্ষ্য সদস্য ও কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজমান, যুগ্ম আহ্বায়ক সদস্য ও পাঁচহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল হক, নেত্রকোনা জেলার কাব লিডার প্রতিনিধি মো. রুহুল আমিন এএলটি, প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, মো. বদরুজ্জামান, ইন্দ্রজিৎ বর্মন, প্রান্তোষ সামন্ত, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক, মোঃ হাবিবুল্লাহ, সাংবাদিক সোহান বিন নবাবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়।
আজকালের খবর/ওআর