টেকনাফে মাছ ধরার নৌকার পাটাতনে মিলল বিপুল পরিমাণ ইয়াবা: আটক ২
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:২১ এএম
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার পাটাতন হতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুজন মিয়ানমারের নাগরিক আটক করেছে বিজিবি।

আটক দুই মিয়ানমারের নাগরিক হলেন, মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও একই এলাকার মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২) ।

বুধবার (১৮ জুন) রাত ১১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীর তীরবর্তী স্থানে একটি অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ দুজন ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, সম্প্রতি নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বেড়েছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

পরে টেকনাফ সদরের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার হতে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশি জেলের বেশে বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের চেষ্টা করছে। 

এসময় বিজিবির অভিযানিক দল নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে করলে তাদের পিছু ধাওয়া করে মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পলায়নরত নৌকাটি সহ মায়ানমারের দুইজন নাগরিক আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বিজিবি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত করা ১লাখ ২০ পিস ইয়াবা জব্দ করে।

বিজিবির সিও আরও জানিয়েছেন, "বিজিবি সীমান্ত এলাকায় সকল অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে''।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস
এনসিপি নেতার্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft