সোমবার ১৪ জুলাই ২০২৫
পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:১২ পিএম
ঈদুল আজহায় মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ শুরুতে দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নজর কাড়লেও এর মাঝেই নেমে এসেছে দুঃসংবাদ। মুক্তির কয়েক দিনের মধ্যেই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়েছে পুরো সিনেমার এইচডি ভার্সন।

সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনসহ সিনেপ্লেক্সের সব শাখায়। প্রতিদিন প্রায় ৪৬টি প্রদর্শনী হচ্ছে। এরই মধ্যে দর্শকের ভালো সাড়া পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন অংশ ফাঁস হতে শুরু করে। শেষ পর্যন্ত পুরো সিনেমাটিই পাইরেটেড হয়ে অনলাইনে দেখা যাচ্ছে। সচেতন দর্শক ও সিনেমাপ্রেমীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, অনেকে প্রযোজনা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফী এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য এখনো দেননি।

তবে ৮ জুন এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার শাকিল বলেছিলেন, “পাইরেসি রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ হলে বসে ভিডিও করে ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো আইডি বা পেজও ব্লক করা হবে।” তিনি আরও জানান, “আমাদের প্রফেশনাল টিম প্রতিনিয়ত মনিটর করছে। যে সব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দেখানো হচ্ছে, সেখান থেকেও যদি পাইরেসি হয়, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।”

সাম্প্রতিক সময়ে সিনেমা পাইরেসির ঘটনা বেড়ে গেছে। গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটিও মুক্তির সপ্তাহখানেকের মধ্যে অনলাইনে ফাঁস হয়ে যায়। সেই ঘটনায় চার কোটি টাকার ক্ষতির দাবি করেন প্রযোজক শাহরিন আক্তার। কিন্তু এখনো পুলিশ পাইরেসির পেছনের কাউকে শনাক্ত করতে পারেনি। ‘তাণ্ডব’-এর পাইরেসি নিয়েও একই পরিণতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, “এ ধরনের ঘটনা প্রেক্ষাগৃহমুখী দর্শক কমিয়ে দেয়, প্রযোজক-পরিচালকদের ঝুঁকি নিতে নিরুৎসাহিত করে।” চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, পাইরেসি ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ ও আইনের কার্যকর প্রয়োগ জরুরি। নইলে দেশের চলচ্চিত্রশিল্পের টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে।

তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন : শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ, আফরান নিশোসহ একঝাঁক তারকা। পরিচালনায় রায়হান রাফী।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
পিসিসিপি’র খাগড়াছড়ি কলেজ কমিটি গঠন ও আলোচনা সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft