প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১০ পিএম

সমসাময়িক সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে মিউজিক ভিডিও ‘কথা দিয়া যাও’। সম্প্রতি এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আবেগঘন এই গানটির কথায়-সুরে আধুনিকতা ও অনুভূতির সুন্দর মেলবন্ধন তুলে ধরার চেষ্টা করা হয়েছে।গানটির কথা লিখেছেন হানিফ মুহাম্মদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ এবং গানটিতে কণ্ঠও দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী পূর্ণ মিলন । তার আবেগী কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন- অভিনেতা সিয়াম মৃধা ও তাসনিম রুপা। তাদের সাবলীল অভিনয় ও পরস্পরের রসায়ন ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নাচের অংশে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন কোরিওগ্রাফার এম ডি শামীম। পুরো ভিডিওটির পরিচালনায় ছিলেন মোহাম্মদ সোহেল খান, যিনি আগেও একাধিক সফল মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।
কণ্ঠশিল্পী পূর্ণ মিলন বলেন, 'কথা দিয়া যাও’ গানের কথাগুলো আমাকে ভীষণভাবে ছুঁয়েছে। পরিচালক সোহেল খানের সঙ্গে আগেও কাজ করেছি। তার নির্মাণশৈলীর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।
পরিচালক সোহেল খান জানান, “পূর্ণ মিলন ভাইয়ের কণ্ঠে গানটি দারুণভাবে ফুটে উঠেছে। সিয়াম ও তাসনিমের রসায়ন ভিডিওতে আলাদা মাত্রা যোগ করেছে। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করেছি।
উল্লেখ্য, মিউজিক ভিডিও ‘কথা দিয়া যাও’ শিগগিরই এইচ এইচ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। শ্রোতা-দর্শকদের মাঝে গানটি ইতিবাচক সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আজকালের খবর/আতে