প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম

দেশীয় সিনেমায় বিদেশি অনুদান এবং পরিবেশনার ওপর বিশেষ মাস্টার ক্লাসের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে মাস্টার ক্লাসে মূল আলোচক ছিলেন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জুরি সদস্য, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার ডর্থি ওয়েনার।
আজ রাজধানীর ফিল্ম আকাইভ ভবনে আয়োজিত মাস্টার ক্লাসে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ নেতৃবৃন্দসহ এতে অন্যান্যের মধ্যে আইএএফএম এর নির্বাহী পরিচালক বিবেশ রায়, উইমেন্স ফিল্ম সোসাইটিজের সভাপতি আকতানিন খায়ের তানিন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল। এছাড়া আয়োজক প্রতিষ্ঠানের সদস্যগণ, গবেষক, চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আজকালের খবর/আতে