বুধবার ৭ জানুয়ারি ২০২৬
মুম্বাইজুড়ে সালমানের জন্মদিন পালন
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম
সালমান খানের জনপ্রিয়তা শুধু সিনেমার হিট-ফ্লপের অঙ্কে মাপা যায় না। তাঁর তারকাখ্যাতি গড়ে উঠেছে দর্শকের সঙ্গে তৈরি হওয়া এক গভীর সম্পর্ক থেকে। ‘ম্যানে প্যায়ার কিয়া’ এর প্রেমিক থেকে ‘ওয়ান্টেড’ এর রাধে বিংবা ‘দাবাং’–এর চুলবুল পান্ডে বা ‘বজরঙ্গি ভাইজান’ এর সহজ-সরল নায়ক সালমান কেবল চরিত্রে অভিনয় করেননি, বরং প্রজন্মের পর প্রজন্মের আবেগের অংশ হয়ে উঠেছেন।

দেখতে দেখতে জীবনের ৬০ বছরে পা দিলেন বলিউডের ‘ভাইজান’। আজ ২৭ ডিসেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে কার্যত চাঁদের হাট বসেছিল মায়ানগরীতে। বলিউডের বড় তারকা থেকে শুরু করে ক্রীড়াজগতের পরিচিত মুখ- হাজির ছিলেন সালমানের জন্মদিনের উদ্যাপনে।

প্রতি বছরই সালমানের জন্মদিন মানেই বড়সড় আয়োজন। আগেই তিনি জানিয়েছিলেন, বছরজুড়ে চলা পারিবারিক আনন্দের পর্ব তাঁর জন্মদিনের মধ্য দিয়েই শেষ হয়। এ বছর সেই উদ্যাপন শুরু হয় শুক্রবার রাত থেকেই। তাঁর ৬০তম জন্মদিনকে ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা মুম্বাইয়ে।
সালমানের জন্মদিন উপলক্ষে আলোর সাজে ঝলমল করে ওঠে বান্দ্রা ওরলি সি লিংক। আলোকসজ্জায় একদিকে ফুটে ওঠে সালমানের ছবি অন্যদিকে লেখা ‘হ্যাপি বার্থডে ভাই’।

মূল উদ্যাপনের আয়োজন ছিল পানভেলের ফার্মহাউসে। সেখানে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠান হলেও পাপারাজ্জিদের নিরাশ করেননি সালমান। বাইরে বেরিয়ে তাঁদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি।

এই বিশেষ দিনে সালমানের লুকও নজর কাড়ে সবার। বর্তমানে ‘গালওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকলেও শুক্রবার রাতে তাঁকে দেখা যায় একেবারে ক্লিনশেভ লুকে। বরাবরের মতোই সাদামাটা পোশাক। ছিল কালো টি–শার্ট, নীল ডেনিম আর হাতে তাঁর পরিচিত ট্রেডমার্ক ব্রেসলেট।

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে সঙ্গে নিয়ে সালমানের জন্মদিন উদ্যাপনে যোগ দেন তিনি। বলিউডের পার্টিতে সচরাচর দেখা না গেলেও সালমানের জন্মদিনে ঠিকই হাজির ছিলেন টাবু। স্ত্রীকে সঙ্গে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে আসেন রণদীপ হুদা। এ ছাড়া আদিত্য রায় কাপুর, রাকুল প্রীত সিং, হুমা কুরেশিসহ আরও অনেকেই সালমানকে শুভেচ্ছা জানাতে ফার্মহাউসে উপস্থিত ছিলেন।

এছাড়া মুম্বাই শহরসহ ভারতের বিভিন্নস্থা প্রিয় নায়কের জন্মদিন উদযাপন করেছেন ভক্তশুভাকঙ্খীরা।

১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করলেও মুম্বাইতে সালমানের বেড়ে ওঠা। তাঁর বাবা সেলিম খান হিন্দি ছায়াছবির দুনিয়ার খ্যাতনামা চিত্রনাট্যকার। বিভিন্ন সাক্ষাৎকারে সালমান বলে এসেছেন যে পরিবারই তাঁর সবচেয়ে বড় ভরসা। যেকোনো বিতর্ক বা সংকটে পরিবারই তাঁর পাশে শক্তভাবে থেকেছে।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সালমান খানের। ঠিক তার পরের বছর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে ‘প্রেম’ রূপে ঝড় তুলেছিলেন তিনি। এরপর সালমানের ক্যারিয়ারের আবার মোড় ঘুরিয়ে দেয় ‘তেরে নাম’ ছবিটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে তিনি হয়ে উঠেছেন বলিউড ভাইজান। 
সূত্র: দ্য ওয়াল ও নিউজ ১৮

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft