প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শীর্ষ ১০ ব্যান্ডের মৌলিক গান নিয়ে ‘ব্যান্ড উৎসব-২০২৫’ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ ৩০ ও আগামীকাল ৩১ ডিসেম্বর রাত ১০টায় প্রচারিত হওয়ার সময় নির্ধারণ ছিলো অনুষ্ঠানটির।
বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতি শ্রদ্ধা রেখে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ও একদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। যে কারণে বিটিভির আয়োজনে ১০ ব্যান্ড নিয়ে উৎসব আপাতত প্রচারিত হচ্ছে না। পরবর্তীতে প্রচারের সময় জানিয়ে দেওয়া হবে।
গোলাম মোর্শেদের প্রযোজনা, আহমেদ তেপান্তরের গ্রন্থণা, শারমিন নিগারের শিল্প নির্দেশনা এবং জিএম নুরল আজমের সার্বিক তত্ত্বাবধানে বিটিভির নিজস্ব সেটে গানগুলোর চিত্রায়ন হওয়া ব্যান্ড উৎসব-২০২৫ দুই পর্বে পাঁচটি করে গান নিয়ে সাজানো হয়েছে। প্রথম পর্বে নির্ঝর, দলছুট, তরুণ, রেনেসাঁ, শিরোনামহীনের গান রয়েছে। দ্বিতীয় পর্বে রয়েছে পার্থিব, পেন্টাগন, ফিডব্যাক, নোভা এবং সোলস। বিটিভিকে তারুন্যদীপ্ত করতে বরেণ্য গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান ও ফোয়াদ নাসের বাবুর সুরে ব্যান্ড ইতিহাসের প্রথম ১০টি গান ১০টি ব্যান্ডের জন্য রেকর্ড করা হয়।
আজকালের খবর/আতে