মঙ্গলবার ১৭ জুন ২০২৫
অনুরাগীদের জন্য ভাইজানের ঈদের শুভেচ্ছা বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৯:২০ পিএম
প্রতি ঈদেই ভাইজান খ্যাত বলিউড সুপার স্টার সালমান খান তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানান। এবার ঈদেও সবাই তার শুভেচ্ছা বার্তার জন্য অপেক্ষায় ছিলেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি তার ফেসবুক পেজে প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজ (৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সালমান ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসের সঙ্গে ভাইজান তার একটি ছবিও প্রকাশ করেছেন। এ অভিনেতা পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার অনুরাগীরাও ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ তাকে পরবর্তী সিনেমার খবর জানতে চেয়েছেন, আবার কেউ লিখেছেন- ‘আপনি আমাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন।’

সালমান খান বরাবরই ঈদ উৎসব উদযাপন করেন পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঈদ উপলক্ষে ছবি মুক্তি দেওয়ার রেওয়াজও রয়েছে। যদিও এবার তার কোনো ছবি মুক্তি না পেলেও, ঈদের দিন তার এই বার্তা ভক্তদের মনে আলাদা আনন্দ এনে দিয়েছে।

সালমান খানকে গত বছরের শুরু থেকেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাকে একের পর এক খুনের হুমকি দিয়ে যাচ্ছে বিষ্ণোই গ্যাং। সালমান খানসহ তার বাড়ি গ্যালাক্সিকেও কড়া নিরাপত্তার চাদরে মুম্বাই পুলিশ ঢেকে দিয়েছে। বিশেষ করে গতবছর ভাইজান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বান্দ্রা এলাকার বিভিন্ন ঘটনায় পুলিশের রাতের ঘুম ছুটেছে।
সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই অনাহূতর প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের সাধের বাংলোকে আরও কড়া নিরাপত্তায় ঢেকে ফেলেছে মুম্বাই পুলিশ।

কয়েকদিন আগে পর পর দুদিন সালমান খানের বাড়িতে দুই অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। সেদিন জনৈক নারী ভক্ত খুব সকালে ভাইজানের বাড়িতে প্রবেশ করেন। ৩২ বছর বয়সী এই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।

পরে বান্দ্রা পুলিশের হাতে তুলবে দেওয়া হয় ঐ নারীকে। পরদিন আবারও এক ব্যক্তি সকাল সোয়া সাতটার দিকে গ্যালাক্সিতে প্রবেশের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি আদতে ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বাই পুলিশ দুজনকেই আটক করেছে বলে জানা গেছে। এবার জানা গেল, সালমান খানের বাড়িতে প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে যাচ্ছে পুলিশ।

বলিউডের একটি সূত্র বলছে, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গিয়েছে, আইডি কার্ড দেখালে তবেই সালমানের বাড়িতে ঢুকতে পারবেন অতিথিরা। এ ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

পুলিশের একটি সূত্র বলছে, অভিনেতা লাগাতার যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট বিল্ডিং হওয়ায় প্রত্যেক অতিথির পরিচয়পত্র চেক করা চ্যালেঞ্জের কাজ। তাই ভাবা হয়েছে, সালমানের পরিবারের সদস্যরা নিশ্চিত করলে তবেই কেউ বাগিড়িতে প্রবেশ করতে পারবেন না।


গতবছর থেকে একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন সালমান খান। এর পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যার কারণে ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়।
বলিউড সুপারস্টারের গতিবিধিও বর্তমানে মাপা। তার জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যেই। গতবছর এপ্রিল মাসে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ করে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। এ কারণে বাংলোর বারান্দাটিকেও বুলেট প্রুফ কাচ দিয়ে মুড়ে ফেলেছেন ভাইজান। গ্যালাক্সির বাইরেও সব সময় কড়া নিরাপত্তা থাকে। তবে এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা সত্ত্বেও পরপর দু দিন সালমানের বাড়িতে প্রবেশ করেছে দুই অজ্ঞাত ব্যক্তি। এটি কীভাবে সম্ভব হয়েছে তা নিলে ব্যাপক আলোচনা চলছে।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বিচিত্রায় ৪৭ বছর আগের জয়া ভাদুড়ীর সাক্ষাৎকার
প্রশংসা কুড়াচ্ছে জয়ের ‘ধোকা’
ইরানে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৪৫০ জন
ইরানে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল
ইরানের ক্ষেপণাস্ত্রে মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্র চুরমার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
ভারতে পালাবার সময় তানোর যুবলীগ সেক্রেটারি আটক
ইরান-ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft