প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৭:২২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় খায়রুল ইসলাম পনির নামে এক ব্যাক্তি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। মঠবাড়িয়া উপজেলার নির্বাচনে জানখালী আনারস মার্কার পথসভা শেষে মঠবাড়িয়া তুষখালী মহাসড়কে মটর সাইকেলে আসার সময় গত রবিবার রাত ১০টার দিকে ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন- জরিপেরচর নিবাসী মৃত. বীর মুক্তিযোদ্ধা মোশাররফ তালুকদারের মেঝে ছেলে খায়রুল ইসলাম পনির (৪৫)। তিনি মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা সহকারী ছিলেন।
জানা যায়, ঘটনার পর অতিদ্রুত তার বন্ধুরা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোলায়মান সালেহীন ইসিজি করে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়ার থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহত মরদেহ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়।
আজকালের খবর/ওআর