প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৪ PM আপডেট: ২৯.১২.২০২৩ ৩:৪৭ PM

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেপিয়ারে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের পর টাইগারদের সামনে আজ আরও এক ইতিহাস গড়ার হাতছানি ছিল। সে লক্ষ্যেই আজ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। এরপর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন টাইগার বোলাররা। তবে ম্যাচের মাঝপথে বৃষ্টির হানায় পণ্ড হয়ে যায় পুরো ম্যাচ। কিউইরা ১১ ওভার ব্যাটিং করার পর বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। অফ স্টাম্পের অনেক বাইরে করা শরিফুল ইসলামের খাটো লেন্থের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন অ্যালেন, কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। রিশাদের হাতে সহজ ক্যাচ দেওয়ার আগে ৫ বলে ২ রান করেছেন অ্যালেন।
তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। এক প্রান্তে দেখে-শুনে খেলেছেন মিচেল, তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। শেষ পর্যন্ত এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম সাকিব। ২৩ বলে ৪৩ রান করে সেইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। সেইফার্ট ফেরার পর আর চার ওভার খেলা থাকতেই বে ওভালে নামে বৃষ্টি।
শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায় নি। তবে বেরসিক বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে টাইগারদের সিরিজ হারের আর কোন শঙ্কা নেই। সিরিজের শেষ ম্যাচটি এই মাঠেই অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর।
কিউইদের বিপক্ষে আজকের ম্যাচে দলে ছিলেন না লিটন। আগের ম্যাচে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই টাইগার ওপেনার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার বদলে আজ দলে জায়গা পান শামিম পাটোয়ারী।
আজকালের খবর/এসএইচ