
রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত,নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
রবিবার (৩১ ডিসেম্বর) ধামরাই পৌর এলাকায় ধামরাই বাজারে আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুণ:প্রতিষ্ঠার একদফা দাবীতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে মিছিল করেছে ধামরাই থানা,পৌর যুবদল ও ছাত্রদলের ১ হাজারের অধিক নেতাকর্মীরা।
রাজপথের আন্দোলনে ধামরাই থানা ও পৌর, যুবদল ছাত্রদল কে মূল ভূমিকা পালনে নেতৃত্বে থাকতে হবে বলে জানান ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
মুরাদ বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকারকে সরাতে ঐক্যবদ্ধ ভাবে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। এই আন্দোলনে যুবদল ছাত্রদল কে সম্মুখ সারিতে বুক চিতিয়ে নেতৃত্ব দিতে হবে। এছাড়া আন্দোলন সফল হবে না।
‘দেশকে বাঁচাতে, দেশের সার্বভৌমত্বকে বাঁচাতে ভোটের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো যুবদল ও ছাত্রদলকেই এখন কান্ডারীর ভূমিকায় নামতে হবে। ইতিহাস তৈরিতে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিয়ে রাজপথে থাকতে হবে।
থানা যুবদল ইবাদুল হক জাহিদের নেতৃত্বে ১৬ টি ইউনিয়ন ও পৌর যুবদলের খুররম চৌধুরী টুটুলের নেতৃত্বে ৯ টি ওয়ার্ড থেকে নেতা কর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসমাইল হোসেন সুমনের নেতৃত্বে থানা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো ধামরাই বাজার এলাকা।
এসময় পৌর যুবদলের সৈয়দ নাঈম, শিশির ফেরদৌস, মোবারক হোসেন, ফারুক হোসেন, জামাল হোসেন,রবিন থানা যুবদলের রাকিব হোসেন,সাইদুর ইসলাম, মুরাদ বিশ্বাস, ইমরান হোসেন,শামিম আহাম্মেদ, শরিফ, সোয়েব, হারেজ, সাকিব, জসিম উপজেলা ছাত্রদলের মিল্টন রাকিব আদনান মেহেদী পৌর ছাত্রদলের ফয়সাল, রুবেল,সবুজ রিফাত সহ অসংখ্য নেতা-কর্মী।
আজকালের খবর/বিএস