প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৩:২৬ পিএম

উন্নত চলচ্চিত্র পাওয়ার ক্ষেত্রে সাহিত্যিকদের সাহিত্যকর্মের ওপর নির্ভর করা হলে শিল্পগুণ সমৃদ্ধ চলচ্চিত্র পাওয়া যাবে। এতে সমাজের অনেক অসঙ্গতির চিত্র চমৎকারভাবে চিত্রায়িত করা যায়-এমন মন্তব্য করেন চলচ্চিত্র বিষয়ক সেমিনারে উপস্থিত আলোচকগণ।
আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে ÔWomen
in Bangladeshi Novel Based Films : A Feminist ApproachÕ বা সাহিত্য নির্ভর সিনেমায় নারী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গবেষণাকর্ম উপস্থাপন করেন নির্বাচিত গবেষক ভারতের গৌহাটি ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী দীপান্বিতা ইতি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরণ্যে সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক চিন্ময় মুৎসুদ্দী, চলচ্চিত্র গবেষক ও লেখক শিক্ষক মইনুদ্দীন খালেদ এবং নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা।
গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল সহ চলচ্চিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন ব্যক্তিগণ।
সেমিনার অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।
আজকালের খবর/আতে