
সারা দেশের জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। আজ বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মসজিদ, মন্দির, গীর্জায় ও প্যাগোডা সমূহে মোনাজাত প্রার্থনা। শিশু একাডেমিতে চিত্রাঙ্কন, আবৃতি, দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। আজ সকাল সাড়ে ৯টায় পুরাতন জেল খানাস্থ গণকবরে পুষ্পস্তাবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ- সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. সুলাতান আহমেদ মৃধা, সৈয়দ বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শৈলেন চন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তাবক অর্পণ শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা মো. আশ্রাফ আলী। এ ছাড়া বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসক কার্যালয় থেকে সার্কিট হাউজ সড়ক পর্যন্ত মোমবাতি প্রজ্বলন, সন্ধ্যা ৬টায় ডিসি স্কয়ারে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মসজিদ, মন্দির, গীর্জায় ও প্যাগোডা সমূহে মোনাজাত- প্রার্থনা। ১৩ ডিসেম্বর ছিল শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত।
নেত্রকোনা: শহদী বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা সদরের রাজুর বাজারে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস টিটিসিতে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচক ছিলেন- নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মিহির চক্রবর্তী, রেজিস্টার ড. মোহাম্মদ হারুন অর রশিদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি ও জনসংযোগ কর্মকর্তা এনামুল হক আরাফাত, শিক্ষক আবদুল্লাহ আল সিয়াম, শুভন রায়, হাফসা আক্তার, শিক্ষার্থী শরীফ হোসেন প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। আজ দিবসটি পালনে আর্ট গ্যালারিতে অবস্থিত শহীদ স্মরণে নির্মিত অপরাজেয়-৭১ এ শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাজেয়-৭১ এর শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ বীর মুক্তিযোদ্ধারা। পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পিরোজপুর: পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, এনএসআই জয়েন ডিরেক্টর মো. আব্দুল কাদের, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। এছাড়াও মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. আব্দুর রউফ তালুকদার, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্য নেতারা। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্নস্তরের মানুষ অংশ নেয়।
লক্ষ্মীপুর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ সকালে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল করিম, জেলা সমাজ সেবার উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, রেজ্জাকুল হায়দার চৌধুরী প্রমুখ।
আলোচনা শুরুর পূর্বে শহরের বাগবাড়ি গণকবরে শহীদ স্মরণে পুষ্পস্তকবর অপর্ণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রংপুর: রংপুরে নানান আয়োজনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আজ সকাল ৯টায় রংপুর টাউন হল বধ্যভূমি সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
পরে সকাল দশটায় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জুর নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী জুননুন ও সাধারণ সম্পাদক জাকির আহমদের নেতৃত্বে লেখক পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও শিশু-কিশোরদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে রংপুর বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানী হানাদার বাহিনী, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি হৃদয় বিদারক ও মর্মস্পর্শী দিন। অন্যদিকে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে জেলার বিভিন্ন মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানলয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া সন্ধ্যায় টাউন হল চত্বরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
নড়াইল: নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯টায় জেলা জজ কোর্টের পার্শ্বে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া জেলা শিশু একাডেমিতে চিত্রাঙ্কন, আবৃতি, দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন, মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুকসুদপুর: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজসহ সাংবাদিকরা।
ক্ষেতলাল: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রসাশনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ক্ষেতলাল হানাদার মুক্ত দিবস ২০২৩ উদযাপন হয়েছে। সকাল ৯টায় ক্ষেতলাল দিঘীপাড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী মণ্ডল, মো. মোফাজ্জল হোসেন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। এর আগে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোরে লালমোহন পৌরশহরের থানার মোড়ে শহীদ স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম. সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রশাসনের আয়োজনে আজ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, নবাগত অফিসার ইনচার্জ সোহেল রানা, সম্প্রসারণ কর্মকর্তা সফিউর আলম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুদ্ধকালীন কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ পৌর সভাপতি জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
আটঘরিয়া (পাবনা): শহীদ বৃদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা, আব্দুল্লাহ আল আজিজ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমুখ। উক্ত দিবসে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ: বাঙালি জাতির এক কালো অধ্যায় শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীদের নেতৃত্বে সুপরিকল্পিতভাবে এসব বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বেলা ১১টায় উপজেলা খরকা খরকা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, মডেল থানার ওসি মাহমুুদুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি প্রমুখ।
এ সময় এসিল্যান্ড আমেনা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহমুদ আব্দুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ১৯৭১ সালের এইদিনে বুদ্ধিজীবীদের হত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার আলবদর এর দোসরদের ধিক্কার জানান এবং শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করেন।
ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল। এতে সহকারী কমিশনার (ভূমি) শাহানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আ’লীগের সহ সভাপতি জামান আবু নাছের চৌধুরী চার্লেস, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মানিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আমিনুর হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহীদ দেশের সেইসব সূর্য সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, ওসি মো. ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রকিবুল হাসান শুভ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মুকুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব লুৎফর রহমান শেখ,সরদার হাজী আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, আবুল কালাম দাড়িয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দেবীদ্বার (কুমিল্লা): আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ক্ষেত্রে সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে পারিবারিক গণ্ডি থেকেই শুরু করা এবং শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ, বধ্যভূমি/গণকবরগুলো সংরক্ষণে শহীদদের নামের তালিকাসহ স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করায় আর সময় কালক্ষেপণ করা যাবে না। আজ বেলা ১১টায় ইউএনওর সভাকক্ষে আয়োজিত ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’র আলোচনায় আলোচকরা ওই বিষয়গুলো তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। আলোচকরা দেবীদ্বারের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক অবণী মোহন দত্ত ও বুদ্ধিজীবী হত্যার নীল নক্সা প্রণয়নকারীদের অন্যতম অধ্যাপক ড. আব্দুল জবাবারের বিষয়টি ব্যপক আলোচিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ নয়ন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমুখ।
এর আগে শহীদদের স্মরনে মঙ্গবন্ধুর ম্যুরাল, স্বাধীনতাস্তম্ভ, গনকবরে শহীদদের স্মরনে পুষ্পার্ঘ্য অর্পণ ও র্যালির আয়োজন করা হয়।
পত্নীতলা (নওগাঁ): শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশ প্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফ্ফার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, পত্নীতলা প্রেস ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী। এসময় উপস্থিত সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুধীজন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিক মেধা শূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্যসন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ আজকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্ম উপলব্ধির এই দিনে সবাইকে দেশ প্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
জবি: শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তানী হানাদার বাহিনী এটা বুঝতে পেরে দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে। কিন্তু লজ্জাজনক ব্যাপার হচ্ছে স্বাধীনতার ৫২ বছরে এসেও পাকিস্তান রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি। পাকিস্তানের উচিত রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া।
আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউটের পরিচালক, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতু ন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রসঙ্গত, গতকাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক কুমার গাইন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মোল্লা, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু প্রমুখ।
আজকালের খবর/ওআর