‘রৌদ্রছায়া’ ছবির দৃ্শ্যে নিরব সুষমা সরকার এবং আইরিন
মুক্তিযুদ্ধের সময়, পরবর্তী কয়েক বছর ও বর্তমান সময়কে নিয়ে আবর্তিত এমন গল্পে নির্মিত হয়েছে ‘রৌদ্রছায়া’ সিনেমা। ২০১৮ সালের জানুয়ারিতে শুটিং শেষ হলেও মাঝে পরিচালকের অসুস্থতার কারণে মুক্তি পিছিয়ে দেন প্রযোজক। তখন এর মুক্তি নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছিলো। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেন্সর সার্টিফিকেট লাভ করেছে বুলবুল জিলানী পরিচালিত ছবিটি। মঙ্গলবার ছবিটি সেন্সর সার্টিফিকেট লাভ করে। ফলে মুক্তিতে আর কোনো বাধা রইলো না। গতকাল ৩১ ডিসেম্বর ছিলো পরিচালক বুলবুল জিলানীর জন্মদিন। মুঠোফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই তিনি স্মিত হেসে জানালেন এই তথ্য।
তিনি বলেন সব ঠিকঠাক থাকলে আশা আছে এপ্রিলের দিকে মুক্তি দেবো। ফেব্রুয়ারির দিকে ছবির পাবলিসিটি করার প্রস্তুতি নেবো।
প্রসঙ্গত রৌদ্রছায়া দিয়েই নিরব ও আইরিন প্রথম জুটি বেধেছিলেন।
নিরব বলেন, ‘জেনে ভালো লাগছে যে আইরিন আর আমার জুটির প্রথম ছবিটি আলোর মুখ দেখছে। যদি এরমধ্যে কয়েকটা ছবি আমার বা আইরিনের মুক্তি পেয়েছে তারপরও রৌদ্রছায়ার বিষয়টা ভিন্ন কারণ জুটি হিসেবে এটা টেস্ট কেসও বলতে পারেন।’
এদিকে ছবি সেন্সরের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে আইরিন বলেন, ‘নিরবের সঙ্গে জুটি হয়ে এটা আমার প্রথম চলচ্চিত্র। চেষ্টা করছি নিজেদের জুটির রসায়ন নির্মাতার ভাবনা অনুযায়ী ফুটিয়ে তুলতে। আশা করছি, ছবিটি দেখবেন দর্শক।’
পরিচালক বললেন, পরিকল্পনা মতো কাজ করতে পারছি নায়ক-নায়িকার আন্তরিকতার জন্য। তাদের মনযোগ আমাকে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।’