বছরের শেষদিনে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তি পাচ্ছে। ছবিটি ঢাকা সহ ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতা ও অভিনেতা মীর সাব্বির জানিয়েছেন।
তিনি বলেন, ‘বেশি কথা বলে তো লাভ নাই, কাজেই প্রমাণ দিতে হবে। এটুকু বলি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শেষ উপহার হয়ে সবার সামনে আসছে আমাদের ছবিটি। এটি দিয়ে যেমন শেষ হচ্ছে বছর, তেমনই শুরুটাও হচ্ছে নতুন বছরের। বাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিলাম।’
সরকারি অনুদানপ্রাপ্ত ‘রাতজাগা ফুল’-এর সহ-প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হুরায়রা তানভীর প্রমুখ।
অভি কথাচিত্রের পরিবেশনায় ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে।