চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১:০৫ পিএম
ঝিনাইদহের মহেশপুর কুলতলা বাজারে ইনানুর রহমান এনা (৪৫) নামে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৩১ ‍ডিসেম্বর) সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার বাজীপোতা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পান্তাপাড়া ইউনিয়নের পদ্মরাজপুর মোড় ও পৌরসভার কুলতলা বাজারের নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিলেন এনা। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

নিহতের ছেলে বিল্পব হোসেন জানান, তার বাবা পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে। এরই জের ধরে কয়েকজন তাকে বারবার মারার চেষ্টা করে। তবে আমার বাবাকে বারবার বলি লোকের জমি তোমার আর চাষ করতে হবে না। বিষয়টি নিয়ে আজ কয়েকদিন ধরে আমার বাবার চোখে ঘুম নেই। 

ওই গ্রামের মহিউদ্দিন জানান, এনা বেশ কিছুদিন লিবিয়ায় ছিল। পরে বাড়ি ফিরে এসে পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে। 

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, চা দোকানি এনাকে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। আশা করা যায় দ্রুতই আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব।


আজকালের খবর/বিএস








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft