সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
রাজধানীতে হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম
রাজধানীতে উৎসবমুখর ও জাকজমকপূর্ণ পরিবেশে হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদ। 

অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত সংগঠনের আমিরগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম বলেন, রাজনৈতিক দলগুলো বর্তমানে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। কারণ, মানবরচিত কোনো ব্যবস্থার মাধ্যমে সমাজে প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। প্রচলিত সিস্টেমের অসারতা তুলে ধরে তিনি আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার পক্ষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিন সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের ভিগিউলের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের ভিগিউলের সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় সংগীতের সুরে পতাকাকে স্যালুট প্রদানের পর দলীয় পতাকার তাৎপর্য ও লিখিত ব্যাখ্যা তুলে ধরেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত কণ্ঠে শপথ বাক্য পাঠ, শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, প্রশ্নোত্তর পর্ব, কৃষকদের জীবন ও এমামুযযামানের পারিবারিক ঐতিহ্য নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এক পর্যায়ে সরকারের প্রতি ১০ দফা দাবি তুলে ধরেন হেযবুত তওহীদের এমাম। এর মধ্যে রয়েছে হেযবুত তওহীদের নেতা-কর্মীদের জান-মালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, প্রশাসনের পেশাদার আচরণ নিশ্চিত রাখা এবং সভা-সমাবেশ করার ন্যায্য অধিকার প্রদান। এছাড়া ধর্মীয় সভা বা অনলাইনে উস্কানি ও গুজব রটনাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং উগ্রবাদ মোকাবিলায় আদর্শিক প্রচারণায় সরকারের সহযোগিতা প্রদানের দাবি জানান তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দিন: মিন্টু
ভারত বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে : অনিরুদ্ধ দাস
ভারতকে ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং
নতুন বছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে: ড. মঈন খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
বাউফলে অগ্নিকান্ডে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান
ঝালকাঠিতে নিলুফা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন
বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি ২৮ জানুয়ারি
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft