প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জন আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন নবারণ সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করা হয়।
আটক সাদ্দাম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আজকালের খবর/বিএস