সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
রংপুরে দুই মাসব্যাপী শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম
রংপুরের নিসবেতগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) শতরঞ্জি প্রকল্প ভবনে দুই মাসব্যাপী শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬শে জানুয়ারি) বিকালে রংপুর বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিসিকের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ এহেছানুল হক।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিসিকের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক বলেন, বিসিক দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, প্রত্যেকে যদি নিজ উদ্যোগে কিংবা গ্রুপ আকারে কাজ শুরু করে তবেই এই শিল্পের উন্নতি সম্ভব। তিনি উদ্যোক্তাদের বিসিক থেকে আর্থিক ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

নারী উদ্যোক্তা বৃদ্ধি প্রসঙ্গে পরিচালক বলেন, সরকার নারী উদ্যোক্তা উন্নয়নে বিসিক বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে সরকার এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে উদ্যোক্তারা তাদের ব্যাবসা আরো সম্প্রসারিত করতে পারছেন। 

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে অন্যের প্রতিষ্ঠানে কাজে না লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, দুই মাসব্যাপী শতরঞ্জি বুনন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ভারতকে ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং
নতুন বছরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে: ড. মঈন খান
ব্যালটের মাধ্যমেই অনিয়মের জবাব দেবে জনগণ: আমিনুল
ডিমলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
বাউফলে অগ্নিকান্ডে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান
ঝালকাঠিতে নিলুফা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন
বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি ২৮ জানুয়ারি
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft