সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
হাসনাত‌কে সমর্থন দিলেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম
কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মজিবুর রহমান। 

তিনি বলেন, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

মজিবুর রহমান আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি 'শাপলা কলি' প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ।

এর আগে রোববার থেকে দেবীদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মজিবুর রহমান।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ধানের শীষ মার্কা জয়ী হলে দেশে ব্যাপক উন্নয়ন হবে: শ্যামল
পীরগাছার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ডিএনসিসি প্রশাসককে দুদকে তলব
ধানের শীষে ভোট চাইলেন আলতাফ হোসেন চৌধুরী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম আউন্সে ৫ হাজার ডলার ছাড়াল
বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি ২৮ জানুয়ারি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft