বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
বাসাভাড়া একবার নির্ধারণের দুই বছরের মধ্যে বাড়ানো যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম
ঢাকার কোনো বাসায় একবার ভাড়া নির্ধারণের দুই বছরের মধ্যে ভাড়া আর না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ভাড়াটিয়াদের প্রতি মাসের ভাড়া ১০ তারিখের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশানে নগর ভবনে ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশবিষয়ক সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি নির্দেশনা তুলে ধরে বলেন, জানুয়ারি এলেই বাড়িভাড়া বাড়ানোর একটি অলিখিত রীতি তৈরি হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। বাড়িভাড়া বাড়ানোর যৌক্তিক সময় হলো অর্থবছরের শুরু—জুন-জুলাই। কারণ বাড়িভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশনকে কর দেওয়া হয়। তাই কর বাড়ানোর হারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া নির্ধারণ হওয়া উচিত।

ডিএনসিসি প্রশাসক জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী ডিএনসিসি এই নির্দেশনাগুলো জারি করেছে, যা বাড়িওয়ালা ও ভাড়াটিয়া উভয়ের জন্য প্রযোজ্য হবে।

ডিএনসিসির জারি করা নির্দেশনার মধ্যে রয়েছে-
 
বাড়িওয়ালাকে অবশ্যই বাড়ি বসবাসের উপযোগী অবস্থায় রাখতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সংযোগ, দৈনিক গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ সব ধরনের ইউটিলিটি সেবা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে জানাবেন এবং বাড়িওয়ালাকে দ্রুত তা সমাধান করতে হবে।

পরিবেশবান্ধব নগর গড়তে বাড়িওয়ালার পূর্বানুমতি সাপেক্ষে বাড়ির ছাদ, বারান্দা ও সামনের খোলা জায়গায় ফুল, ফল ও সবজি চাষ বা সবুজায়নের উদ্যোগ নিতে পারবেন ভাড়াটিয়ারা।

ভবনে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি ও সম্পদহানির ঝুঁকি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালাকে শর্তসাপেক্ষে ভাড়াটিয়াদের ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে।

ভাড়াটিয়াদের অবশ্যই মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। প্রতিমাসে ভাড়া গ্রহণের পর বাড়িওয়ালাকে লিখিত ও স্বাক্ষরযুক্ত রশিদ দিতে হবে এবং ভাড়াটিয়াকে তা সংগ্রহ করতে হবে।

ভাড়াটিয়ার বাড়িতে যেকোনো সময় প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বাড়ির নিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িওয়ালাকে ভাড়াটিয়াদের অবহিত করতে হবে এবং তাদের মতামত গ্রহণ করতে হবে।

দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ন্যায্য ও যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একবার নির্ধারিত ভাড়া কার্যকর হওয়ার পর তা দুই বছর পর্যন্ত বহাল থাকবে। আর ভাড়া বৃদ্ধির সময় নির্ধারণ করা হয়েছে প্রতি বছরের জুন-জুলাই মাস।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু
নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সম্পাদকদের সঙ্গে AFED-এর গোলটেবিল বৈঠক
বিশ্বকাপ থেকে বাদ পড়লে আইনি পদক্ষেপ নেবে বিসিবি!
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
জামায়াত ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সার্ক পুনরুজ্জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্ক জার্নালিস্ট ফোরামের বৈঠক
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ‘সরাচ্ছে’ ভারত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
১০ দলের আসন সমঝোতা: ২১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft