সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
বুড়িগঙ্গা দূষণমুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম
বিশ্বের অন্যতম দূষিত নদী হিসেবে পরিচিত বুড়িগঙ্গা বর্তমানে মারাত্মক পরিবেশগত সংকটের মুখে পড়েছে। নদীটি রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বুড়িগঙ্গা দূষণমুক্ত করো, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করো” শীর্ষক ব্যানারে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ জনগণ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য পরিবেশ বিজ্ঞানী রাজবিহারী ঘোষ। তিনি বলেন, “বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকা শহরের প্রাণ। শিল্পবর্জ্য, অবৈধ দখল ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে নদীটি আজ মৃত্যুপথযাত্রী। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

তিনি আরও বলেন, বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) বাধ্যতামূলক করা, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত নদী খনন এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহরিয়ার শামীম। তিনি বলেন, “নদী বাঁচাতে হলে আগে মানুষকে সচেতন হতে হবে। বুড়িগঙ্গা রক্ষা মানেই আমাদের জীবন ও ভবিষ্যৎ রক্ষা করা।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বুড়িগঙ্গা দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণের পক্ষে একাত্মতা প্রকাশ করেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু: ইসি সচিব
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft