সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রকাশের জেরে মামলা: টেকনাফে সাংবাদিক সমাজের প্রতিবাদ
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম
বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার বিশেষ প্রতিবেদক সাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এবং সাংবাদিক আমিনুল ইসলাম বাঁধনের সঞ্চালনায় শাপলা চত্বর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কণ্ঠস্বর পত্রিকার টেকনাফ প্রতিনিধি, গিয়াস উদ্দিন (ভুলু), দৈনিক কক্সবাজার প্রতিদিন–এর সহকারী সম্পাদক মোহাম্মদ ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল হক, দৈনিক সমকাল-এর প্রতিনিধি আব্দুর রহমান।

আরও উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ -এর প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ (অভি), কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি রহমত উল্লাহ, দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি ফারুকুর রাহমান, আজকের বাংলা-এর প্রতিনিধি তোফায়েল বিন আজাদ, দৈনিক কক্সবাজার প্রতিদিনের ফারুক আলম'সহ টেকনাফে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। সেই সংবাদ প্রকাশের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের মামলা শুধু একজন সাংবাদিককে নয়, পুরো গণমাধ্যমকেই ভীত করার অপচেষ্টা।

বক্তারা আরও বলেন, অবিলম্বে সাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানাতে বাধ্য হবে বলে জানান। 

সর্বশেষ মানববন্ধন থেকে সাংবাদিকরা সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু: ইসি সচিব
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft