ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'শহিদ ওসমান হাদি স্মৃতি বিতর্ক-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ক্যাম্পাসে সাদ্দাম হল সংলগ্ন কেন্দ্রীয় ক্রিকেট মাঠে শিক্ষার্থীদের আয়োজনে 'সাংস্কৃতিক লড়াই পারে আধিপত্যবাদ রুখতে’ শীর্ষক এ বিতর্কটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন শিক্ষার্থী মিশুক শাহরিয়ার, মন্ত্রী আজমেরী রহমান ও সাংসদ তানিম তানভীর, বিরোধী দলের বিরোধীদলীয় নেতা হিসেবে ছিলেন শান্ত শিশির, উপনেতা তাসলিমা আরেফিন অথি ও সাংসদ মুশফিকুর রহমান শাওন।
স্পিকারের দায়িত্ব পালন করেন তাজমিন রহমান। এসময় নিজ নিজ দলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে উভয় দলকে বিজয়ী ঘোষণা ও উভয় দলের বিতার্কিকদের পুরস্কার প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়মাতুল্লাহ মুনিম, ইবি রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল। এছাড়া বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে