শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে জিএস পদে ‘স্বতন্ত্র’ প্রার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হল।
ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।
বহিষ্কারের বিষয়ে জিএস প্রার্থী মো. জুনায়েদ হাসান বলেন, “শাকসুতে দাঁড়ানোর পর আমাকে দল থেকে অনেকবার বলা হয়েছে সরে আসতে। কিন্তু আমি সরে আসিনি। একই সঙ্গে আজকে শাকসুর দাবিতে আমি আন্দোলনে গিয়েছিলাম। কিন্তু এজন্য আমাকে দল থেকে কিছু বলা হয়নি। তাই হয়ত জিএস পদে প্রার্থিতার কারণে আমাকে বহিষ্কার করেছে। তবে শাকসু যদি হয়, আমি নির্বাচন করব।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানকে মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
আজকালের খবর/ এমকে